বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে হোসনে আরা (৪) নামের এক শিশু মারা গেছে। এ সময় একই পরিবারের আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, কামাল হোসেন (৪৮) ও সোনিয়া আক্তার (৮)। আজ শুক্রবার বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি উলারঝিরির কামাল হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। হোসনে আরা উলারঝিরির বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ইউনিয়নের উলারঝিরির বাসিন্দা কামাল হোসেনের ঘরের ওপর বৃষ্টির সাথে আচমকা বজ্রপাত হয়। এতে ঘরের ভিতরে থাকা শিশু হোসনে আরা ঘটনাস্থলেই মারা যায় এবং দুই জন গুরুতর আহত হন। স্বজনেরা আহতদেরকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বজ্রপাতে এক শিশু নিহত ও দুই জন নিহত হওয়ার সত্যতা ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার নিশ্চিত করেন।