বান্দরবানের লামা উপজেলায় বহিরাগত প্রভাবশালী কর্তৃক পাহাড়ীদের ভূমি বেদখলের অবস্থা সরেজমিন পরিদর্শনের জন্য যাওয়া প্রতিনিধি দলকে বাধা প্রদানের প্রতিবাদে রাজনীতিবিদ, মানবাধিকার সংগঠক, আইনজীবী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সমন্বয়ে গঠিত নাগরিক প্রতিনিধিদলের উদ্যোগে ঢাকার সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে রোববার বিকাল ৩ টায় সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়েছে।
সংম্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সকাল আটটায় লামার ইয়াংছা বাজারে তাদের প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ইয়ংছা বাজারের পূর্ব দিকের ব্রিজেও বাঁশ ফেলে বাধা দেয় বাঙালী ও ম্রো সম্প্রদায়ের লোকজন। বাধা পেয়ে প্রতিনিধি দলটি বান্দরবান শহরে আসতে চাইলে তাদের শহরের রেইছা এলাকায় ফের বাধা প্রদান করলে প্রতিনিধি দলটি বান্দরবান ত্যাগ করে।
বাংলাদেশ আদিবাসী ফোরাম এরতথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা প্রেরিত এক বার্তায় জানা যায়, উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, নাগরিক প্রতিনিধি দলের সদস্য ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, মানবাধিকার কর্মী নুমান আহম্মেদ খান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আইনজীবী এ্যাডভোকেট প্রকাশ বিশ্বাস প্রমুখ।