বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে মো. কামাল হোসেন (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর বাঁশখাইল্লাঝিরিতে এ ঘটনা ঘটে। কামাল হোসেন বাঁশ খাইল্লাঝিরির বাসিন্দা মৃত ফসিউল আলমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মা-বাবার মৃত্যুর পর থেকে কামাল হোসেন তার মামা বাদশা মিয়ার কাছে থাকতেন। তামাক ক্ষেতে কাজ করা নিয়ে গত দুইদিন আগে তাকে মারধর করেন মামা। পরে অভিমান করে শনিবার রাতে বিষপান করলে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে কামাল হোসেন মারা যায়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, রবিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।