পার্বত্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী রবিবার সকালে প্রতিমন্ত্রী বীর বাহাদুর আলীকদম উপজেলায় এবং সাড়ে এগারটায় লামা উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যশষ্য ও নগদ বিতরণ করবেন। এরপর তিনি ঢাকার উদ্দ্যেশে লামা ও আলীকদম উপজেলা ত্যাগ করবেন।
লামা পৌর এলাকায় ঘূর্ণিঝড় মোরা’র তান্ডবে ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে বুধবার দুুপুরে স্থানীয় কুটুমবাড়ি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন, পৌর মেয়র মো. জহিরুল ইসলাম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ৯টি ওয়ার্ড সরেজমিন পরিদর্শন করে বলেন লামায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এই ব্যাপারে পার্বত্য প্রতিমন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী পাহাড়বার্তাকে বলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের একটি টিম বান্দরবানে আসার কারনে জেলার লামা ও আলীকদম উপজেলা সফরের সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে।