দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন বন্ধ ও নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে রাঙামাটি জেলার গনমাধ্যমকর্মীরা। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারে সুজা উদ্দিন রুবেলকে হত্যার চেষ্টাসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা-মামলা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় এতো কিছু হচ্ছে তবুও প্রশাসন রহস্যজনক ভাবে নিশ্চুপ। যার কারণে অপরাধীরা আরো বেশি দুঃসাহসী হয়ে উঠছে।
মানববন্ধনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও সকল ঘটনার সুষ্ঠু বিচারের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এসময় বক্তব্য রাখেন সাবেক প্রেস ক্লাব সভাপতি সুনীল কান্তি দে, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেব নাথ, জার্নালিস্ট নেটওয়ার্ক সভাপতি শান্তিময় চাকমা ও সাংবাদিক সমিতির সভাপতি জিয়াউল হক প্রমুখ।