১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রোয়াংছড়ির এক কিশোরী

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে আসা এক কিশোরীকে ১৪ দিনের হোম কোয়ারিন্টেনে থাকার জন্য বলেছে বান্দরবানের সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ।

জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) সকালে রোয়াংছড়ির এক কিশোরী সর্দি, কাশি নিয়ে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে । পরে কিশোরীর সর্দি ও কাশি দেখে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়ে দেয় । পরে বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীর নমুনা সংগ্রহ করে । পরে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলে চিকিৎসকরা ।

NewsDetails_03

১৭ দিন আগে ওই কিশোরী চট্টগ্রাম থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিজ বাড়িতে এসেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা ।

জেলা সিভিল সার্জন ডা: অংসুই প্রু জানান, মেয়েটির সাইনোসাইটিসের সমস্যা আছে । সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়েছে ।

আরও পড়ুন