চট্টগ্রামের বিখ্যাত শাস্ত্রীয়, নজরুল সংগীতশিল্পী রাঙ্গুনিয়ার কৃতি সন্তান শিল্পী রাজেশ সাহার ৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর ছাত্রছাত্রীরা একক শাস্ত্রীয় এবং নজরুল সংগীতানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অাগামী ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কমিউনিটি সেন্টারে উক্ত সংগীতানুষ্ঠানের আয়োজন করা হবে। উপমহাদেশের বিখ্যাত সংগীতগুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ওস্তাদ স্বর্নময় চক্রবর্তী অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। অনুষ্ঠান কমিটির অাহবায়ক বিপুল বড়ুয়া,সদস্য সচিব মিলন ধর এবং প্রধান সমন্বয়কারী ঝুলন দত্ত পাহাড়বার্তাকে জানান, শিল্পী রাজেশ সাহার কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, রাঙ্গুনিয়া, কাপ্তাই,রাউজানের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানটি অায়োজন করছে। প্রসঙ্গত, শিল্পী রাজেশ সাহা ২০০৮ সালে কলকাতা বঙ্গীয় সংগীত পরিষদ হতে উচ্চাঙ্গ এবং নজরুল সংগীত বিষয়ে প্রথম বিভাগে এমমিউজ ডিগ্রী অর্জন করেন।