আলীকদমে শিক্ষা সামগ্রী বিতরণ করলেন রবিন বাহাদুর

NewsDetails_01

আলীকদমে শিক্ষা সামগ্রী বিতরণ করছেন রবিন বাহাদুর
বান্দরবানে আলীকদম উপজেলায় ৩ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য উসিং হাই রবিন বাহাদুর।
আজ মঙ্গলবার সকালে আলীকদম উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য উসিং হাই রবিন বাহাদুর। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার সভাপতি মো.কাউছার সোহাগ,সহ-সভাপতি মো. মোস্তফা জালাম রাশেদ,সাধারণ সম্পাদক জনি সুশীল,চৌক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদৌস রহমান,আলীকদম উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমার রঞ্জন রড়ুয়া,আলীকদম উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ পাল ডালিম,সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল সহ বান্দরবান জেলা, আলীকদম উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য উসিং হাই রবিন বাহাদুর বলেন,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ শিক্ষা ক্ষেত্রে অমূল পরিবর্তন এসেছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সমতলের সাথে তাল মিলিয়ে পার্বত্য অঞ্চলের বিভিন্ন দূর্গম এলাকার আমাদের শিক্ষার্থীরাও বছরের প্রথম দিন বিনামূল্যে পাঠ্যপুস্তক পাচ্ছে। আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা অনুরাগী উদ্যোগের সুফল পাচ্ছে সারাদেশের সাথে বান্দরবানের শিক্ষার্থীরাও।
এসময় আলীকদম উপজেলার সিবাতলী পাড়া প্রাথমিক বিদ্যালয়, মংচিং পাড়া প্রাথমিক বিদ্যালয়,বাস স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়,চম্পট পাড়া প্রাথমিক বিদ্যালয়,আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়,নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়,বাবু পাড়া প্রাথমিক বিদ্যালয়সহ আলীকদম উপজেলার চৌক্ষ্যং ইউনিয়নের ৭ টা প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩ হাজার শিক্ষার্থীর মাঝে খাতা,কলম, পেন্সিল, স্কেলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন