উৎসবমুখর পরিবেশে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান

NewsDetails_01

বৌদ্ধ ভিক্ষুদের চীবর দানের মধ্যে দিয়ে বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহারে দিন ব্যাপী কঠিন চিবর দানোৎসব শেষ হয়েছে ।

রবিবার সকালে উজানি পাড়া রাজগুরু বৌদ্ধ বিহারে আনুষ্ঠানিকভাবে চিবর দান করা হয় । কঠিন চিবর দানকে ঘিরে রাজগুরু বিহারে হাজারো ভক্তের মিলনমেলা ঘটে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বোমাং সার্কেলের রাজা উচপ্রু, অতিরিক্ত জেলা প্রশাসক মো: রবিউল আলম, রাজকুমার চহ্লাপ্রু জিমিসহ বৌদ্ধ ধর্মালম্বী পূজারীরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

সকালে ভিক্ষুদের কঠিন চিবর দান উপলক্ষে ধর্মীয় আলোচনার আয়োজন করা হয় । সভায় পাহাড়ের মঙ্গল কামনা করা হয় ।

ধর্মীয় সভায় দেশনা (উপদেশ) দেন নাইক্ষংছড়ি বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আবাসা মহাথের, চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরসহ বিভিন্ন বিহারের বিহারাধ্যক্ষবৃন্দ।

এদিকে বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের উপস্থিত থেকে ভক্তদের মাঝে পঞ্চশীল প্রার্থনা প্রদান করেন।

আরও পড়ুন