কাপ্তাইয়ে এলজিইডি’র গার্ডার ব্রিজ ধসে আহত ৬ জন

NewsDetails_01

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর বালামছড়ি এলাকায় এলজিইডির নির্মানাধীন গার্ডার ব্রীজ ধসে ৬ জন শ্রমিক আহত হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত শ্রমিক রাশেদ আলী এবং সেকান্দর কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ী ভোলা জেলায়। আজ মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

NewsDetails_03

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এবং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাইখালীর বালামছড়ি এলাকায় নির্মানাধীন ব্রিজের কাজ করার সময় ধসে ৬ জন শ্রমিক আহত হন। জে বি ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ব্রিজের নির্মান কাজের দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী জানান, বড় ধরনের কোন ঘটনা ঘটে নাই, কাজ করার সময় কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।

আরও পড়ুন