কাপ্তাইয়ে চিৎমরমে ৩৯৯ জন পেলো খাদ্য সহায়তা

NewsDetails_01

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পার্বত্য জেলায় বসবাসরত প্রায় এক লক্ষ দরিদ্র ও অসহায় পরিবারকে জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপির) খাদ্যশস্যসহ অন্যান্য নিত্য প্রয়াজনীয় সামগ্রীর সহায়তা প্রদান কর্মসুচীর অংশ হিসাবে আজ শনিবার (২৫ জুলাই) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ৩৯৯ পরিবারকে ১৫ কেজি চাউলসহ নিত্য প্রয়াজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।

NewsDetails_03

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা চিৎমরম ইউপি কার্যালয়ে অসহায়দের হাতে ইউএনডিপির এই সহায়তা তুলে দেন। এসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, চিৎমরম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিংথোয়াই মারমা সহ ইউপি সদস্য ও ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ৫ কেজি আলু, ১ কজি পেঁয়াজ, ১ কেজি ডাল, সাবান ১ টি, সার্জিক্যাল মাস্ক ৪ টি, বিভিন্ন শাক সব্জির বীজ ৫ প্যাকেট ও করোনা সচতনতামূলক ২ টি করে পোস্টার।

আরও পড়ুন