কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪টি মামলা

করোনা সংক্রমন

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাইয়ে আবারোও করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান আরোও জোরদার করা হয়েছে। আজ সোমবার বেলা ১ টা ৩০ মিনিট হতে বেলা ২ টা ২৫ মিনিট পর্যন্ত উপজেলা সদর, বারঘোনিয়া ও রেশন বাগান এলাকার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

NewsDetails_03

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১১টি হালকা যানবাহন ও মোটর সাইকেল এর বিরুদ্ধে মামলা দায়ের সহ ৪,১০০ টাকা জরিমানা এবং মাস্কবিহীন চলাচলের অপরাধের দন্ডবিধি আইনে ৩টি মামলায় ৬০০ টাকা জরিমানা সহ সর্বমোট ১৪ টি মামলায় ৪৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় কাপ্তাই থানার উপ পরিদর্শক মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম সহ পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন