কাপ্তাইয়ে ২দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (২৩ ডিসেম্বর) ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক ২’দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান মেলার ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।

এর আগে একটি র‌্যালী কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। এই বছর মেলায় প্রায় ১৭টি স্টলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন। পরে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে ১৭টি স্কুল কলেজের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, কর্ণফুলী সরকারি কলেজ অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিদর্শন বড়ুয়া, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো.কবির হোসেন, অর্থ সম্পাদক নূর হোসেন মামুনসহ স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন