কাপ্তাই বিএফডিসির অভিযানে ৩টি সিএনজি সহ ৪৫০ কেজি মাছ জব্দ

NewsDetails_01

১০ ঘন্টার ব্যবধানে রাঙামাটির কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসির) অভিযানে ৩টি সিএনজি সহ ৪ শত ৫০ কেজি কাচকি ও চাপিলা মাছ জব্দ করা হয়েছে।

গত রবিবার দিবাগত রাত ১২ টা হতে সোমবার সকাল ১০ টা পর্যন্ত কাপ্তাই উপজেলার কাপ্তাই সড়কের রেশমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে এই ৩টি সিএনজি ও ৪শত ৫০ কেজি মাছ জব্দ করা হয়। বিএফডিসির কাপ্তাই উপ কেন্দ্র প্রধান মাসুদ আলম এই অভিযান পরিচালনা করেন।

NewsDetails_03

তিনি জানান, কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে ধৃত এইসব মাছ সমূহ পাচার করা হচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করি।

উদ্ধারকৃত মাছ গুলো প্রকাশ্য নিলামে ৮০ হাজার টাকা বিক্রি করে টাকাগুলো রাজস্ব খাতে জমা করা হয় বলে তিনি জানান। এই অভিযান অব্যাহত থাকবে বলে বিএফডিসি উপ কেন্দ্র প্রধান জানান।

আরও পড়ুন