কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে কাপ্তাইয়ে মন্দিরের ক্ষতি

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর মা সীতাদেবী মন্দির এ কালবৈশাখী ঝড়ে একটি সুরুজ গাছ উপচে পড়ে মন্দিরের পশ্চিম এবং উত্তর পাশের চাল নষ্ট হয়ে গেছে। গতকাল সোমবার ( ৬ মে) সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান, মন্দিরের অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ মহারাজ।

তিনি আরোও জানান, এসময় মন্দিরের ফ্লাইউড, সিসি ক্যামেরা এবং কারেন্ট এর সরঞ্জামাদী নষ্ট হয়ে যায়। ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় দেড় লাখ টাকা বলে জানা যায়।

NewsDetails_03

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এএসএম ম‌হি উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার (৬ মে) সন্ধ্যায় প্রচন্ড ঝড়ে একটি সুরুজ গাছ মন্দিরের উপর পড়ে।

তিনি আরোও বলেন, আজ মঙ্গলবার (৭ মে) সকালে বন বিভাগের লোকজন মন্দিরে গিয়ে গাছটি অপসারণ করেছেন।

আরও পড়ুন