খাগড়াছড়িতে নারী উদ্যোক্তাদের মিলন মেলা

NewsDetails_01

খাগড়াছড়িতে পাহাড়ের নারী উদ্যোক্তাদের সংগঠন সাবাংগীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

নারী উদ্যোক্তা বেবী চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিময় করেন ফিল্যান্স কনসালটেন্ট রিটন চাকমা, সুমিত চাকমা ও ত্রিশিলা চাকমা।

NewsDetails_03

বক্তারা বলেন, পোষাক-পরিচ্ছেদে জাতিসত্তার পরিচয় ফুটে উঠে। তাই পোষাকসহ যেকোনো সরঞ্জামের তৈরীর ক্ষেত্রে যাতে কোনো কিছু বিকৃত ভাবে উপস্থাপন না হয়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি মানসম্মত পণ্য তৈরী ও বিপনণে সকলকে মনোযোগী হতে হবে।

সাবাংগী বা সঙ্গীদের এ মিলন মেলায় খাগড়াছড়ি ও রাঙ্গামাটির ত্রিশ জন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার অংশগ্রহণ করেন।

আরও পড়ুন