খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে অস্ত্র ও নগদ টাকাসহ ৩ যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুধবার ভোরে রামগড়ের পাতাছড়া গরু কাটা এলাকায় বাটনাতলী আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে রকি ত্রিপুরা, জুয়েল ত্রিপুরা ও সাথোঅং মারমাকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ১ টি এলজি, ২ টি কার্তুজ, নগদ ৩২ হাজার টাকা, ৮ টি মুঠোফোন ও আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সাংগঠনিক নথিপত্র জব্দ করা হয়।

NewsDetails_03

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃত ৩ জনই ইউপিডিএফ প্রসীত গ্রুপের হয়ে ওই এলাকায় চাঁদাবাজী করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সামসুজ্জামান জানান, নিরাপত্তা বাহিনীর অভিযানে আটককৃতদের আসামী করে অস্ত্র আইনে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন