দীঘিনালায় শান্তিচুক্তির রজতজয়ন্তী উদযাপন

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য শান্তিচুক্তির রজতজয়ন্তী (২৫ বছর) পূর্তি উদ্‌যাপন করা হয়েছে। সেনাবাহিনীর দীঘিনালা জোনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে আজ শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহিত ইবনে জামান খান পিএসসির নেতৃত্বে কবাখালী বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বাস টার্মিনাল ঘুরে এসে জোন সদরে শেষ হয়।

NewsDetails_03

শোভাযাত্রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, মেরুং ইউপি চেয়ারম্যানের মাহমুদা বেগম লাকি অংশগ্রহণ করেন। এ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দসহ কয়েক শ পাহাড়ি-বাঙালি উপস্থিত ছিলেন।

এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাবুছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি এলাকায় দরিদ্র শীতার্ত ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন