দুইদিনের সফরে রাঙামাটি যাচ্ছেন পার্বত্যমন্ত্রী

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌চিং এম‌পি দুইদি‌নের সফ‌রে রাঙামা‌টি জেলায় যা‌চ্ছেন। এসময় তি‌নি সোলার প্যা‌নেল বিতরণ, উন্নয়ন অবকাঠা‌মোর ভি‌ত্তি স্থাপন ও উদ্বোধন এবং বাগান প্রকল্প প‌রিদর্শন কর‌বেন।

NewsDetails_03

পার্বত্য মন্ত্রনাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা মোঃ রিজোয়ান খান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। তার প্রেরিত সফরসুচী অনুযায়ী, বৃহস্প‌তিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৯টায় মন্ত্রী রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়‌নে বিনামূল্যে উপকার‌ভোগী‌দের মাঝে সোলার ‌হোম সিস্টেম বিতরণ, সকাল ১১টায় নানিয়ারচর উপজলাধীন ঘিলাছড়ি ইউনিয়নের বাজার এলাকা হতে নিচ পাড়ার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, দুপুর ১২টায় না‌নিয়াররের বগাছড়ি ১ নং সাবক্ষ্যং ইউনিয়নর ইক্ষু বাগান পরিদর্শন, দুপুর ১ টায় নানিয়ারচর উপজেলার সাবক্ষ্যং ইউনিয়নের রিঝিবিল পাড়ায় ব্রীজ ও রাস্তা নির্মাণ শীর্ষক প্রকল্পর আওতায় আরসিসি গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

পর‌দিন ২৪ ফেব্রুয়ারী সকাল ১০ টায় রাঙামা‌টি সদর উপজলাধীন বালুখালী ইউনিয়নে বিনামূল্য উপকারভোগীদের মাঝ সোলার হোম সিস্টেম বিতরণ, বিকাল ৪টায় রাঙামাটি প্রেস ক্লাবের বিশ্রামাগার উদ্বোধন, বিকাল ৫ টায় রাঙামাটি সদর উপজেলাধীন মারমা সাংস্কৃ‌তিক সংস্থার ভবন উদ্বোধন ক‌র‌বেন পার্বত্যমন্ত্রী।

আরও পড়ুন