নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় সভায় বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৬ তলা বিশিষ্ট হাজী ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ বুধবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় নাইক্ষ্যংছড়ি এস, এ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬ কোটি ১১ লক্ষ টাকার নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনের শেষে স্কুল মাঠে এক বিশাল মতবিনিময় সভায় যোগদান করেন মন্ত্রী।

NewsDetails_03

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ শফি উল্লাহর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী বীর বাহাদুর।

এ সময় তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আপনাদের সেবা করেছি। আগামীতে সুযোগ পেলে নাইক্ষ্যংছড়ির উন্নয়ন অব্যাহত থাকবে। আপনারা জানেন, আমি কথাই নয় কাজে বিশ্বাসী। জননেত্রী শেখ হাসিনার দয়ায় বান্দরবান সহ বিভিন্ন উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছি।

এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক বাবু লক্ষী পদ দাশ, জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, অতিরিক্ত পুলিশ সুপার সৌকত, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তাহের কোম্পানিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। মতবিনিময় শেষে বিকাল সাড়ে ৪ টায় তিনি সড়ক পথে বান্দরবানের উদ্দেশ্য নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।

আরও পড়ুন