পার্বত্য শান্তিচুক্তির রজত জয়ন্তী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন

NewsDetails_01

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি রজত জয়ন্তী উপলক্ষে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে আজ শুক্রবার স্বাস্থ্য বিভাগের ব্যবস্থপনায় ফ্রী মেডিকেল ক্যাম্প, জেলা সরকারি গ্রন্থাগারে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তি করে আমাদের পার্বত্য এলাকায় শান্তি ও স্বাধীন জীবন যাপনের ব্যবস্থা করেছেন।

NewsDetails_03

আমরা ২৬ বছরে পা দিচ্ছি, আজকের এত উন্নয়ন সম্ভব হয়েছে এই শান্তি চুক্তির জন্যই।আমাদের পার্বত্য জেলা পরিষদ অসহায় মানুষের ফ্রী চিকিৎসা র ব্যবস্থা করেছে, শিশু কিশোর দের জন্য চিত্রাংকন এর ব্যবস্থা করেছে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।সামনে নির্বাচন আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নীলোৎপল খিসা, ক্যাজরি মারমা, সমাজসেবা বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জেলা প্রতিবন্ধী অফিসার শাহজাহান, আধুনিক জেলা সদর হাসপাতালে আরএমও ডাঃ রিপল বাপ্পী চাকমা,ডাঃ পুনর্জীবন চাকমা,ডা: নয়ন ময় ত্রিপুরাসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির পাঙ্গনে ঐতিহাসিক শান্তি চুক্তি ২৬ বর্ষ পূর্তি উপলক্ষে রোড শো’র শুভ উদ্বোধন করেন।

আরও পড়ুন