বঙ্গবন্ধুর সোনার বাংলাকে স্মার্ট গড়তে একসাথে কাজ করতে হবে : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

NewsDetails_01

সারাদেশের ন্যায় “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে খাগড়াছড়িতেও জেলা মংস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে জাতীয় মংস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫জুলাই) দুপুরে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১১টায় জেলা মংস্য কর্মকর্তা কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে আলোচনা সভাস্থলে এসে রঙিন বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিভাগের আহবায়ক শতরূপা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

উদ্বোধনী প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর চিন্তা ও উদ্যোগের কারণে আজ মাছের উৎপাদন দ্বিগুণ হয়েছে। বঙ্গবন্ধু উদ্যোগ নিয়েছে বলেই তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছে। বিএনপি-জামাতের নৈরাজ্যের সৃষ্টিকারী, পাকিস্তানি দোসররা বঙ্গবন্ধুকে হত্যা করার কারণে একুশটি বছর অপেক্ষা করতে হয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরে পিতার স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেয়।

প্রধান অতিথি আরো বলেন, আগে পাহাড়ে মাছ চাষ করা লাগতো না। ছড়া, নদী- ঝিরিতে গেলে মাছ এমনিতেই পাওয়া যায়। তখন কিন্তু আমরা ভবিষ্যতের কথা চিন্তা করিনি। আমরা আনন্দিত যে, শেখ হাসিনার নেতৃত্বে তা উদ্যোগ নেওয়ার ফলে পাহাড়ের মানুষও তা সুফল পাচ্ছে। আগামীতে এর ধারা অব্যাহত থাকবে। বৈরী পরিস্থিতি-আবহাওয়া, ঋতু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন এখন রোড মডেলে। দৃষ্টিভঙ্গি-চিন্তাচেতনা আলাদা থাকতে পারে, কিন্তু আমরা কষ্টার্জিত বাংলাদেশের মানুষ। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশে গড়ার প্রত্যয়ে সকলকে এগিয়ে এসে একসাথে কাজ করার আহবান জানান।

NewsDetails_03

অনুষ্ঠানে বিটিবির অনুষ্ঠান উপস্থাপক ভ্যালেন্টিনা ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মংস্য কর্মকর্তা ড. মেঃ আরিফ হোসেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহীদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তৌফিকুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া প্রমুখ।

মংস্য চাষীদের পক্ষে বক্তব্য রাখেন সাম্পান কৃষি সমবায় সমিতির সহ-সভাপতি মোঃ ইলিয়াজ উজ জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ জসীম উদ্দিন, ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন, জেলার সিনিয়র মংস্য কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি মোঃ জহরুল আলম, জেলা মহিলা যুব আওয়ামী লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ত্রিনা চাকমা, নারী উদ্যোক্তা চামেলী ত্রিপুরা সহ মংস্যচাষী ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান শেষে ৪জন সফল মংস্যচাষীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

আরও পড়ুন