বর্ণিল আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে প্রবারণা

NewsDetails_01

বর্ণিল আয়োজনে সীমিত পরিসরে বান্দরবানে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব প্রবারণা ।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে বান্দরবানের বিভিন্ন বিহারে বিহারে চলছে মোমবাতি ও হাজার প্রদীপ প্রজ্জ্বলন। পূজারিরা বিহারগুলোতে উড়াচ্ছেন ফানুসবাতি । ফানুস বাতির আলোয় আলেকিত হয়েছে রাতের আকাশ ।

NewsDetails_03

এছাড়াও পাহাড়ের প্রতিটি বিহারে বিহারে চলছে ধর্মীয় দেশনা।

এদেিক উৎসব উপলক্ষে সন্ধ্যায় বান্দরবানের পুরাতন রাজবাড়ীর মাঠ হতে টানা হয় রথ। এসময় রথে থাকা বুদ্ধমূর্তিকে পূজারীরা মোমবাতি,ধুপকাঠি জ্বালিয়ে কেউ কেউ প্রণাম নিবেদেনের পাশাপাশি সু:খ শান্তি লাভের আশায় প্রদান করেন বিভিন্ন পরিমান দানের অর্থ। পরে রথ নিয়ে যাওয়া হয় উজানীপাড়া বৌদ্ধ বিহারে।

সন্ধ্যা থেকে পরিবারের সদস্যদের নিয়ে জেলা শহরের বিহারগুলো পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।

আরও পড়ুন