বাইশারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিক আহত

NewsDetails_01

%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9fবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ইমারত শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়েছে। আহত নির্মাণ শ্রমিক ইউনিয়নের দক্ষিন বাইশারী এলাকার বাসিন্দা নজির আহমদের পুত্র নুরুল ইসলাম (২০)।
বুধবার বিকালে বাইশারী বাজারের পার্শ্বেই ব্যবসায়ী আব্দুল আলীর দ্বিতল ভবনের ছাদে কাজ করার সময় ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে। এসময় ছিটকে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে ঈদগাঁও হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ বাড়ির উপর দিয়ে শক্তিশালী বৈদ্যুতিক তার প্রবাহিত হওয়ায় এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল নির্মানাধীন বিল্ডিংটি। এই ঝুঁকিপূর্ণ দ্বিতল ভবনে কাজ করার সময় ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন