মন্দা মোকা‌বেলায় ফসল উৎপাদ‌ন বাড়া‌নোর আহবান রাঙামা‌টি জেলা প‌রিষদ চেয়ারম্যা‌নের

NewsDetails_01

বৈ‌শ্বিক অর্থ‌নৈ‌তিক মন্দা মোকা‌বেলার জন‌্য অনাবা‌দি জ‌মি‌তে চাষাবাদ বাড়া‌তে হ‌বে। ফসল উৎপাদ‌নে জোর দি‌তে হ‌বে। আজ রবিবার (২০ নভেম্বর) সকালে পরিষদের এনেক্স ভবনে মা‌সিক সভায় সভাপ‌তির বক্ত‌ব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এ কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, খাদ্যাভাব দূর করার জন্য মৌসুমভিত্তিক শস্য, ফলজ ও প্রাণীজ সম্পদর উৎপাদন বাড়া‌তে হ‌বে। তিনি এ বিষয়ে হস্তান্ত‌রিত বিভাগগুলিক অগ্রনী ভু‌মিকা রাখার অনু‌রোধ জানান এবং পরিষদের পক্ষ থে‌কে সার্বিক সহযাগিতা প্রদানর আশ্বাস দেন।

NewsDetails_03

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় রাঙ্গামাটি পরিষদের সদস্যবৃন্দ, হস্তান্ত‌রিত বিভাগের বিভাগীয় প্রধানরা উপ‌স্থিত ছিলন।

সভাশে‌ষে মিশরে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেল‌নে গ্লোবাল স্টার অন এডাপটশান কর্তৃক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে প্রদানকৃত সম্মাননা স্মারকটি পরিষদ চেয়ারম্যা‌নের কা‌ছে হস্তান্তর করেন সন্মেলনে জেলা পরিষদের প্রতিনিধিত্বকারী অরু‌নেন্দু ত্রিপুরা।

আরও পড়ুন