মেঘলায় চলাচলের বন্ধপথ খুলে দিতে স্থানীয়দের মানববন্ধন

NewsDetails_01

বান্দরবানের মেঘলা পর্যটনে জেলা প্রশাসক কর্তৃক পাড়াবাসিদের চলাচলের পথ বন্ধ ও দোকানদারের উপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ।

রবিবার সকালে মেঘলা লালমোহন পাড়া ও ডলুঝিড়ি পাড়ার বাসিন্দারা জেলা প্রশাসকের বিরুদ্ধে এই মানববন্ধন করেন ।

NewsDetails_03

এই সময় বক্তারা বলেন, জেলা প্রশাসন মেঘলার নিরাপত্তার অজুহাতে তঞ্চঙ্গ্যা পাড়া ও ডলুঝিরি পাড়ার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। গেট বন্ধ করে দেয়ায় অগ্নিকান্ড, অসুস্থতাসহ দৈনন্দিন প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পাড়াবাসীদের । এ সময় বক্তারা প্রশাসনের বন্ধ করে দেয়া স্থানীয়দের পথ খুলে দেয়ার আহ্বান জানান ।

প্রসঙ্গত, মেঘলা লালমোহন তঞ্চঙ্গ্যাপাড়ায় ও ডলুঝিরি তঞ্চঙ্গ্যাপাড়ার মোট ৫২টি পরিবারের লোকজনের এক মাত্র চলার পথ মেঘলা পর্যটন কেন্দ্রের দ্বিতীয় গেটটি । গত বুধবার জেলা প্রশাসন নিরাপত্তার জন্য পর্যটন কেন্দ্রের দ্বিতীয় গেইট বন্ধ করে দেয় ।

আরও পড়ুন