রাঙামাটিতে পাহা‌ড়ি ছাত্র প‌রিষদ ও হিল উইমেন ফেডা‌রেশ‌নের মানববন্ধন

NewsDetails_01

রাঙামা‌টি সরকারি কলেজের সমস্যা সমাধানে ৪ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে পাহা‌ড়ি ছাত্র প‌রিষদ ও হিল উইমেন ফেডা‌রেশ‌ন। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাঙামা‌টি সরকারী ক‌লে‌জের প্রধান ফট‌কের সাম‌নে মানবন্ধনে অংশ নেন তারা।

NewsDetails_03

মানবন্ধনে শিক্ষার্থীরা রাঙামা‌টি সরকারী ক‌লে‌জের শিক্ষক, প‌রিবহণ, ছাত্রবাসসহ নানা সংকট তু‌লে ধ‌রে নিরস‌নের দাবি জানি‌য়ে ব‌লেন, নানা সমস্যায় জর্জ‌রিত রাঙামা‌টি সরকারী ক‌লে‌জের পাঠদা‌নে বিঘ্ন ঘট‌ছে। শিক্ষার প‌রি‌বেশ নেই। নেতৃবৃন্দরা এসব সমস্যা অ‌তি দ্রুত সম‌য়ের ম‌ধ্যে সমাধা‌নের জন্য সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষের প্রতি অনু‌রোধ জানান।

পাহা‌ড়ি ছাত্র প‌রিষদের রাঙামা‌টির সভাপ‌তি সুপন চাকমার সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে বক্তব্য রা‌খেন পাহা‌ড়ি ছাত্র প‌রিষদের সাধারণ সম্পাদক থোয়াইপ্রু জাক চাক, রাঙামা‌টির সাধারন সম্পাদক টি‌কোল চাকমা, হিল উইমেন ফেডা‌রেশ‌নের সাধারন সম্পাদক সোনা‌রিতা চাকমা, ক‌লেজ শাখার সহ সভাপ‌তি ক‌বিতা চাকমা পি‌সি‌পির ক‌লেজ শাখার সহ সভাপ‌তি অমর জ্যো‌তি চাকমাসহ সাধারন শিক্ষার্থীরা।

আরও পড়ুন