রা‌বিপ্রবি‌কে স্মার্ট বিশ্ব‌বিদ্যালয় হি‌সে‌বে গ‌ড়ে তোলা হ‌বে : জুনাইদ আহমেদ পলক

NewsDetails_01

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকীকরণের মাধ্যমে ডিজিটাল ও স্মার্ট বিশ্ববিদ্যালয়ে গ‌ড়ে তোলা হ‌বে। এ লক্ষ্যে আইসিটি মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা ক‌রে যা‌বে।

আজ সোমবার (২৪ জুলাই) রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একথা বলেন।

NewsDetails_03

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে রাঙামাটি পার্বত্য জেলায় এ প্রতিষ্ঠান স্থাপন করেছেন। এসময় তি‌নি রা‌বিপ্রবির ভাইস চ্যান্সেলরের আবেদনের প্রেক্ষিতে তিনি বিশ্ববিদ্যালয়ের ৫টি ডিপার্টমেন্টের জন্য ৫টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, দুটি হলের জন্য দুটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং ১টি স্মার্ট ক্লাস রুম স্থাপনের প্রতিশ্রুতি দেন।

তি‌নি আ‌রো ব‌লেন, ভবিষ্যৎ দক্ষ মানব সম্পদ তৈরি করতে ও স্মার্ট অর্থনীতির জন্য স্মার্ট জনবল প্রয়োজন। এক্ষেত্রে চারটি সম্মুখ সারির প্রযুক্তিতে শিক্ষার্থীদের প্রশিক্ষিত হয়ে দক্ষ হতে হবে। তিনি সেই চারটি সম্মুখ সারির প্রযুক্তি বিষয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, মাইক্রো চিপস ডিজাইনিং ও সাইবার নিরাপত্তা বিষয়ে ছয় মাসের ট্রেড কোর্স চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান।

এসময় রাবিপ্রবি’র সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর জুয়েল সিকদার এবং ভাইস চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব নৃপেন চাকমা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন