লামায় বন্দুক উদ্ধার

NewsDetails_01

Three pistols laying on table with bullets
বান্দরবানের লামা পৌরসভা এলাকার একটি যাত্রী ছাউনি থেকে দেশীয় তৈরি একটি কাটা বন্দুক, একটি প্যান্ট, একটি হেড ও এক জোড়া নাগরা জুতা উদ্ধার করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে ছাগল খাইয়া এলাকাস্থ যাত্রী ছাউনি থেকে এসব উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আলীকদম সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে পৌরসভার ছাগল খাইয়া এলাকায় অভিযান চালায়। এ সময় যাত্রী ছাউনি থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাগে ভর্তি একটি দেশীয় তৈরি কাটা বন্দুক, একটি কম্বেট কালারের প্যান্ট, ১টি কালো রঙের হেড ও এক জোড়া কালো প্লাষ্টিকের নাগরা জুতা উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ সরঞ্জামাদি থানায় সোপর্দ করে সেনাবাহিনী। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। বন্দুকসহ সরঞ্জামাদি উদ্ধারের সত্যতা লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা নিশ্চিত করেন।

আরও পড়ুন