৫ মাস পর মাটিরাঙ্গায় নতুন করোনা রোগী সনাক্ত

NewsDetails_01

দেশে দ্রুততম সময়ের মধ্যে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন যোগ হচ্ছে আক্রান্ত ও মৃত হবার রেকর্ড।
দীর্ঘ ৫ মাস পর আজ ১৫ জানুয়ারী খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নমুনা পরিক্ষায় ১জনের দেহে নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে মর্মে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খায়রুল আলম এ তথ্য জানান।

NewsDetails_03

তিনি আরো বলেন, আজ মাটিরাঙ্গায় মোট নমুনা পরীক্ষা করা হয় মাত্র ১ জনের। এতে এক জনের শরীরেই করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে, পিসিআর পরীক্ষার জন্য কোনো নমুনা পাঠানো হয়নি। এছাড়াও গত কয়েক মাস মাটিরাঙ্গায় করোনা শনাক্ত ছিলো শূন্য।

করোনা ভাইরাস প্রতিরোধ ইতিমধ্যে অত্র উপজেলার বেশির ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। তাছাড়া প্রতিদিন টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। যারা এখনো টিকা গ্রহণ করেনি দ্রুত সকলকে টিকা নেয়ার কথা বলেন তিনি। খুব দ্রুত অত্র উপজেলার সরকারি নির্দেশনা মোতাবেক বুস্টার ডোজ দেয়া হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন