রাঙ্গামাটির বাঘাইছড়ির পর এবার বরকল উজেলায় জেএসএসের দুপক্ষের গোলাগুলি ও গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (১নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সুবলং বাজারে এ ঘটনা ঘটে। রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুত্র জানা গেছে,এলাকা নিয়ন্ত্রন নিতে জেএসএস মূল ও জেএসএস সংস্কারের মধ্যে রাত ৮টার দিকে গোলাগুলি হয়। ঘটনায় গ্রেনেড হামলা হয়েছে বলে জানা গেছে। তবে গ্রেনেডটি বিস্ফোরণ হয়নি।
ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে ।