অবৈধ অস্ত্র পরিহার করুন চাকরি দেবে সরকার : ওবায়দুল কাদের

NewsDetails_01

unnamedপাহাড়ে অবৈধ অস্ত্র পরিহার করে শান্তি ও উন্নয়নের পথে আসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে চিম্বুক পাহাড়ে বান্দরবান আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি আরো বলেন, বেকারত্বের কারনে পাহাড়ের কেউ যদি অস্ত্র তুলে নেয়, আর সেই পথ পরিহার করে শান্তির পথে ফিরে আসলে চাকরির ব্যবস্থা করবে সরকার ।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শান্তি চুক্তি হয়েছে। আর শান্তি চুক্তি হওয়ার কারণে পাহাড়ের উন্নয়নের ধারা অব্যাহত আছে। যার সুফল পাচ্ছে পাহাড়ের জনগণ।

NewsDetails_03

এছাড়াও তিনি পার্বত্য জেলার মধ্যে বান্দরবান পার্বত্য জেলার দারিদ্র্যতাকে জাদুঘরে পাঠানো হবে বলে কর্মী সভায় ঘোষণা দেন।

তিনি যুব সমাজকে মাদকদ্রব্য ইয়াবা সেবন থেকে সরে আসার আহ্বান জানান।

কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামীম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মা, পৌর মেয়র ইসলাম বেবীসহ অনেকে।

আরও পড়ুন