আজ জেমসের জন্মদিন

NewsDetails_01

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নম্ন কণ্ঠশিল্পী জেমসের জন্মদিন আজ। দিনটি কীভাবে উদযাপন করবেন, তা নিয়ে আদৌ ভাবেন না এই তারকা কণ্ঠশিল্পী। এর পরও তার জন্মদিনের আয়োজন থেমে থাকে না। যা কিছু করার ভক্ত-শ্রোতারা করেন। গত কয়েক বছর দেশবাসীকে চমকে দেওয়ার মতো নানা ঘটনার জন্ম দিয়েছেন তার ভক্তরা। প্রিয় শিল্পীর জন্মদিনে তারা রাজধানীর আনাচে-কানাচে বিলবোর্ডের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। পরের বছর দেখা গেছে ট্রাকে চড়ে বিশাল আকৃতির কেক নিয়ে শহর চষে বেড়াতে। সেই কেক কেটে খাইয়েছেন জেমসের অন্য ভক্তদের। গত বছরের এই দিনে দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে জেমসের অসংখ্য প্রতিকৃতি, যা তৈরি করেছিলেন জেমস ফ্যান ক্লাবের সদস্যরা। প্রতিকৃতি বসানোর পাশাপাশি শত শত ভক্ত কলের গান স্টুডিওতে হাজির হয়েছিলেন। সেসব ভক্ত ও নগর বাউল ব্যান্ডের সদস্যদের সঙ্গে এদিন কেক কেটেছেন জেমস। আজ তেমনই কোনো ঘটনা ঘটতে যাচ্ছে কি-না, জানতে চাইলে জেমস বলেন, ‘জন্মদিনে নিজে বিশেষ কিছু করি না। যা করার ভক্তরাই করে। মাঝে মাঝে আমার জন্মদিন নিয়ে তারা যা করে, অনেকটা পাগলামির শামিল।

আরও পড়ুন