আলো দিয়ে আগুন জ্বালাই

NewsDetails_01

homeআমাদের পরীক্ষার অনুমান হচ্ছে, সূর্যের শক্তি থেকে আমরা একটি কাগজে আগুন জ্বালাতে পারবো। এই পরীক্ষাটি করতে আমাদের যা যা লাগবে—পানি, বক্রাকৃতিক পানির প্লাস্টিক বা কাঁচের বোতল, সাদা কাগজ, কালো মার্কার, কিছু দাহ্য পদার্থ। যেমন- কাগজ
যেভাবে করবো—
১। সাদা কাগজের মাঝ বরাবর কালো মার্কার দিয়ে একটা বৃত্ত বা চতুর্ভুজ আঁকবো এবং এর পরিসীমার ভিতরের অংশটি পুরো কালো রঙ করে দিবো
২। এবার বক্রাকৃতিক পানির বোতলটিতে পানি ভরে সব কিছু নিয়ে বাইরে সূর্যের আলোতে নিয়ে আসবো।
৩। সূর্যের আলো কাঁচের বোতলের ভিতর দিয়ে অতিক্রম করলে দেখা যাবে যে আলো দুইটা গাঢ় বৃত্ত তৈরি করেছে। সেই বৃত্তটিকে কালো দাগের মধ্যে ফেলতে হবে। এভাবে কিছুক্ষণ ধরে রাখলে কালো দাগ থেকে ধোয়া উঠা শুরু করবে। তখন অন্য দাহ্য পদার্থ এর মধ্যে নিয়ে রাখলে আসতে আস্তে আগুন জ্বলে উঠবে।
কেন এমন হলো—
এই পরীক্ষার বিজ্ঞানের অনেকগুলো সাধারণ মূলনীতির প্রয়োগ করা হয়েছে। যেমন পানির ভিতর দিয়ে বস্তুর আকৃতি বড় করা যায়। আমরা আগেও পানির ফোটাকে ম্যাগনিফায়িং গ্লাসের কাজে ব্যবহার করার পরীক্ষা করেছি। আবার বক্রাকৃতির বোতল উত্তল লেন্সের কাজ করে। ফলে আলো একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত হয়। তৃতীয় মূলনীতি ছিলো কালো বস্তু তাপ অন্য সব রঙের বস্তুর চেয়ে বেশি শোষণ করে, এবং আমরা এও জানি যে সূর্যের আলো আলোর সঙ্গে তাপও নিয়ে আসে। এই পরীক্ষায় আমরা সেই আলোকে আরও বাড়িয়ে তাকে কেন্দ্রীভূত করে কালো বস্তুর মাধ্যমে সর্বোচ্চ শোষণ ঘটিয়েছি ফলে খুব সহজেই কাগজটি তাপ শোষণ করে জ্বলে উঠেছে। সূত্র : বিডিনিউজ

আরও পড়ুন