ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নিতে তুরষ্ক যাচ্ছে ১০টি দল

NewsDetails_01

তুরষ্কে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি গেমস ২০২২ এ অংশ গ্রহন করতে তুরষ্ক যাচ্ছে দেশের ১০টি ক্রিড়া দল। দলগুলো হলো কারাতে, হ্যান্ডবল, জিমন্যাস্টিকস, আর্চারি, অ্যাথলেটিকস, ভারোত্তোলন, র‌্যাসলিং, সুইমিং ও সুটিং।

NewsDetails_03

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ৮ আগস্ট থেকে ১৬ আগষ্ট পর্যন্ত তুরষ্কে এই গেমস অনুষ্ঠিত হবে। সব টিমের ডেলিগেটেড হিসাবে তুরষ্কে যাচ্ছেন, সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, চিফ দ্যা মিশন হিসাবে চট্টগ্রাম বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম। অন্য ইভেন্টের ক্রিড়াবীদদের সাথে কারাতে ইভেন্টে অংশগ্রহন করতে তুরষ্কে যাচ্ছেন, কারাতে দলের কোচ মোয়াজ্জেম হোসেন, কারাতে ক্রিড়াবীদ হিসাবে হুমায়ারা আক্তার অন্তরা, মার্জান আক্তার প্রিয়া ও নুমে মার্মা।

এই ব্যাপারে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা বলেন, ইসলামিক সলিডারিটি গেমসে কারাতেসহ অন্য ইভেন্টে যাতে আমরা দেশের জন্য সফলতা বয়ে আনতে পারি সেই চেষ্টাই থাকবে।

আরও পড়ুন