উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে: দীপংকর তালুকদার এমপি

purabi burmese market

৩০ বছর আগেও এই ডংনালায় রাস্তা, বিদ্যুৎ ছিল না, কিন্ত আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দূর্গম এলাকায় অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। শেখ হাসিনার নেতৃত্বে তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারোও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

আজ শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০ টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর ডংনালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার একথা বলেন।

শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক চলতি মাসে এই স্কুলটি এমপিও ভুক্ত হওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডংনালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থোয়াইপ্রু মারমার সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা মোঃ সালাউদ্দিন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বির্দশন বড়ুয়া প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

dhaka tribune ad2

পরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।