চিকিৎসা সেবার মান উন্নয়নে অ্যাম্বুলেন্স উপহার দিলেন কাজল কান্তি দাশ

NewsDetails_01

বান্দরবানের মানুষের চিকিৎসা সেবার মানকে এগিয়ে নিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও পূরবী পরিবহনের মালিক বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশের মালিকানাধীন প্রতিষ্ঠানের সাথে বান্দরবান হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম এর সাঙ্গে চিকিৎসা সেবা চুক্তি সম্পাদিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ৮ টায় হিল‌ভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কনফারেন্স রুমে এই দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়।

NewsDetails_03

হিলভিউ হাসপাতাল এর ম্যানেজার সাইফুদ্দীন খালেদ জানান, বেসরকারিভাবে বান্দরবানবাসীর চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে বান্দরবানের বিশিষ্ট দানবীর কাজল কান্তি দাশের মালিকানাধীন প্রতিষ্ঠানের সাথে আমাদের হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে চিকিৎসা সেবা চুক্তি সম্পাদন করা হয়েছে। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর কাজল কান্তি দাশ বান্দরবানবাসীর চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে একটি আধুনিক মানের অ্যাম্বুলেন্স উপহার স্বরূপ প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুপার হিলভিউ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, পরিচালক-অর্থ অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করীম, পরিচালক-অডিট অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দীন, ম্যানেজার সাইফুদ্দীন খালেদ প্রমুখ।

আরও পড়ুন