রাঙামাটির কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্হাপনায় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার থেকে উপজেলা সদর কণর্ফুলি স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ১-০ গোলে ৪নং কাপ্তাই ইউনিয়নকে পরাজিত করে। এর অাগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম। এইসময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বাংলাদেশ অাওয়ামীলীগ কাপ্তাই উপজেলার সভাপতি অংসুচাইন চৌধুরী,উপজেলা ভাইস চেয়্যারম্যান সুব্রত বিকাশ তঞ্চগ্যা, ৪নং কাপ্তাই ইউপি চেয়্যারম্যান অাব্দুল লতিফ,১নং চন্দ্রঘোনা ইউপি চেয়্যারম্যান বিপ্লব মারমা, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা, ৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসামং মার্মা, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক সাহাবুদ্দীন আজাদসহ প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্হিত ছিলেন। ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক সাহাবুদ্দীন আজাদ জানান তৃনমূল থেকে খেলোয়াড় তুলে আনার লক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সাবেক কৃতি ফুটবলার বিপ্লব মার্মা জানান, বাংলাদেশ ফুটবলের হারানো গৌরব আবারো ফিরে আসবে। এদিকে একই মাঠে বুধবার ওয়াগ্গা ইউনিয়ন এবং চিৎমরম ইউনিয়ন একে অপরের মোকাবেলা করবে।