কাপ্তাইয়ে ফের শুরু হলো ভর্তুকি মুল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ফের ভর্তুকি মুল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কলাবাগান সিবিএ অফিস চত্বরে ইউনিয়ন এর ৫, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের সর্বমোট ৮ শত ২২ জনকে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুহুল আমিন।

পিআইও জানান, প্রতি টিসিবি কার্ডধারী পরিবার ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি সর্বমোট ৪ শত ৫ টাকায় কিনতে পারছেন।

NewsDetails_03

এদিকে মঙ্গলবার সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান কলাবাগান এলাকায় টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন এবং কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য তুলে দেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সারাদেশের মত কাপ্তাইয়ে আমরা এ কার্যক্রম শুরু করেছি। অসহায়, দুঃস্থ পরিবারগুলো বাজার দামের চেয়ে প্রায় অর্ধেক দামে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যগুলো কিনতে পারছে, এটি অনেক বড় সুযোগ তাদের জন্য।

এইসময় কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন, ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন সহ ইউপি সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন