কাপ্তাই উপজেলা প্রবেশদ্বার এর স্মৃতি ফলক উম্মোচন

NewsDetails_01

কাপ্তাইয়ের প্রবেশদ্বারের স্মৃতি ফলক উম্মোচন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার
রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সহোযোগীতায় উপজেলা প্রশাসনের অর্থায়নে কাপ্তাই উপজেলা প্রবেশদ্বার এর মুখে রেশমবাগান পুলিশ চেক পোস্ট সংলগ্ন একটি নান্দনিক স্মৃতি ফলক নির্মাণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রবেশদ্বার স্মৃতিফলকের ফলক উম্মোচন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
এই সময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম,১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন