কৃষকদের ১৪টি ধান মাড়াই কল ও ৩৪টি সেচ পাম্প প্রদান করবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর পক্ষ থেকে জেলার ৭টি উপজেলার বিভিন্ন সমবায় সমিতিকে ১৪টি ধান মাড়াই কল ও ৩৪টি সেচ পাওয়ার পাম্প প্রদান করা হবে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং মার্মা বিষয়টি নিশ্চিত করেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা যায়, কাল ২৮ মার্চ সকাল ১০ টায় জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ১৪টি ধান মাড়াই কল ও ৩৪টি সেচ পাওয়ার পাম্প এবং রোড সুইপার মেশিন বিতরণ করা হবে।

NewsDetails_03

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রোড সুইপার মেশিন ও কৃষি সরঞ্জাম বিতরণ করবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় আরো উপস্থিত থাকবেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, পৌর মেয়র ইসলাম বেবীসহ অনেকে।

আরো জানা গেছে, জেলার উপজেলাগুলোতে কৃষি আবাদ বাড়াতে কৃষকদের জন্য ২২ লক্ষ ৩৭ হাজার ৫শ টাকায় এসব কৃষি সরাঞ্জম ক্রয় করা হয়।

আরও পড়ুন