খাগড়াছড়িতে একাত্তর টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“সংবাদে, সংযোগে, আস্থায় ও বিশ্বাসে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে।

আজ শনিবার (২১ জুন ২০২৫) সকালে খাগড়াছড়ি জেলা সদরের একটি বেসরকারি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, একাত্তর টিভির খাগড়াছড়ি প্রতিনিধি রুপায়ন তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বৌধিসত্ত্ব দেওয়ান।

NewsDetails_03

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের ভাইস-চেয়ারম্যান অলকেশ চাকমা এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মী ও একাত্তরের দর্শক-অনুরাগীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, একাত্তর টেলিভিশন বিগত ১৩ বছর ধরে দেশের মানুষের কথা বলছে সাহসিকতার সঙ্গে। আগামী দিনগুলোতেও যেন এই ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের আস্থা অর্জন ও দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও একাত্তরের দীর্ঘ পথচলার সফলতা কামনায় শুভেচ্ছা বিনিময় করা হয়।

আরও পড়ুন