খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ি সদরে গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবান আদিবাসী শিক্ষার্থীবৃন্দ এর ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও ধর্ষনকারীদের যথাযথ বিচার না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বেড়েই চলেছে।

NewsDetails_03

এসময় বক্তারা আরো বলেন, বান্দরবানে আদিবাসী শিক্ষার্থীরা নানাভাবে হয়রানি হচ্ছে আর দিনদিন পাহাড়ে বাড়ছে ধর্ষণের মাত্রা, দ্রুত সময়ে সকল ধর্ষককে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

এসময় সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক জামাধন তংচংঙ্গ্যা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাহাড়ী ছাত্র পরিষদের বান্দরবান সদর থানার সভাপতি উবাথোয়াই মার্মা, বাংলাদেশ ম্রো স্টুডেন্ট এসোসিয়েশন এর সদস্য পায়া ম্রো, শিক্ষার্থী এডিশন চাকমা, জেমস বম সহ বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত: এই ঘটনার পর স্কুল ছাত্রীর বাবা খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করে, গত বুধবার সকালে সেনাবাহিনীর সদর জোনের সহযোগিতায় এই ঘটনায় শয়ন শীল নামের একজনকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন