খাগড়াছড়িতে পিসিজেএসএস এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

NewsDetails_01

খাগড়াছড়িতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২ তম জাতীয় সম্মেলন।

এ উপলক্ষে শনিবার (১৫ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের চেঙ্গী স্কোয়ারস্থ সংগঠনের প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার প্রতিকৃতির সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পানখাইয়াপাড়ার মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়। পরে সেখানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমার ১২ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করা হয়।

NewsDetails_03

সম্মেলনের প্রথম দিনে কেন্দ্রীয় সহ সভাপতি বিমল কান্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা প্লে ও কার্বারী এসোসিয়েশনের সভাপতি হেমব্রত কার্বারী প্রমুখ।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কেন্দ্রীয় সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের হাত ধরে পাহাড়ের সার্বিক উন্নয়নকে তরান্বিত করতে হবে জনসংহতি সমিতিকে। তাহলে পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনের সার্থকতা আসবে।

আগামী ১৮ ফেব্রুয়ারী কেন্দ্রীয় কাউন্সিলের মধ্য দিয়ে শেষ হবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমার ১২ তম জাতীয় সম্মেলন।

আরও পড়ুন