খাগড়াছড়িতে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের দায়ে তিন যুবকের যাবজ্জীবন

purabi burmese market

খাগড়াছড়ির দীঘিনালায় এক মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে জেলা ও দায়রা জজ রত্মেশ্বর ভট্টাচার্য এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলো, দীঘিনালা উপজেলার বড় মেরুং-এর বাসিন্দা মর্তুজা আলীর ছেলে মো: ইসমাইল হোসেন(২১), একই গ্রামের বাসিন্দা ইছহাক আলীর ছেলে ইমন হোসেন(২০) ও আক্কাছ আলীর ছেলে ফারুক মিয়া(২৩)।
আসামীদের যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি এক লক্ষ টাকা করে অর্থদন্ড অনাদায়ে এক বছর করে কারাদন্ড দেয় আদালত। ২০১৪ সালের ১৮ জুন দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথিমধ্যে দশম শ্রেণীর ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে অভিযুক্তরা। এঘটনায় মেয়ের মা বাদী হয়ে একই দিন দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে কিশোরীর পরিবার।

আরও পড়ুন
3 মন্তব্য
  1. Mo Mg বলেছেন

    ok.

  2. Rasel Khan Coxs বলেছেন

    Good

  3. Shwe Hla বলেছেন

    মার,কুকুর বাচ্চা কে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।