খাগড়াছড়িতে যুবকের লাশ উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. নুর নবী, সে একই এলাকার আবুল কালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৭ আগস্ট) জেলার মাটিরাঙ্গার ইছাছড়ি এলাকার লেক থেকে ভাসমান অবস্থায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়, পরে পুলিশ লাশ উদ্ধার করে।

NewsDetails_03

স্বজনরা জানান, স্থানীয়দের কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষ করে আসছিল নুর নবী। গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে জমিতে কীটনাশক ছিটাতে বের হয়ে আর ফিরে না আসায় সন্ধ্যায় বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হয়। সকালে বাড়ির পাশের লেকে তার লাশ ভাসতে দেখা যায়, এরপর পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুন