
গুইমারা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী শান্তি পরিবহন বুদংপাড়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনার পর পরই সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির জওয়ানরা ঘটনাস্থল থেকে অাহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের কর্তব্যররত চিকৎসকরা প্রাথমিক চিকৎসা ছেড়ে দিলেও আশঙ্কাজনক অবস্থায় মো. আব্দুল গনি (৫৪) নামে একজনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. জোবায়েরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।