গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রুমায় বিএনপির বিক্ষোভ

NewsDetails_01

দেশের গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।বান্দরবানের রুমা উপজেলা বিএনপি‘র উদ্যোগে আজ সোমবার বেলা ১১টায় রুমা বাজার বটতলায় এ বিক্ষোভ সমাবেশটি আয়োজন করেছে।

উপজেলা বিএনপি‘র সভাপতি জিংসমলিয়ান বমের সভাপতিত্বে এতে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক লুপ্রু মারমা ও ভানরৌপুই বম ও জন ত্রিপুরা।

NewsDetails_03

এসময় বক্তারা বলেন, সারা দেশে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যে হারে বেড়েছে, এখন দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ যাতে ভোট দিতে নাপারে, সে কারণে বিভিন্ন শর্ত আরোপ করে নতুন ভোটার তালিকাভূক্ত হওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই ভোটার তালিকাভূক্তির সহজ করাসহ দ্রব্য মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানিয়েছেন বক্তারা।

এর আগে সকালে হাসপাতাল সেতু সংলগ্ন বিএনপি কার্যালয় সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রুমা বাজারসহ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রুমা বাজারে বটতলায় সমাবেত হয়।

আরও পড়ুন