চিৎমরম ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ওয়েশ্লিমং চৌধুরী জয়ী

purabi burmese market

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী ওয়েশ্লিমং চৌধুরী। আজ রবিবার (২৮নভেম্বর) রাত ৮ টা ৪০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। প্রদত্ত ফলাফলে ৯ টি কেন্দ্রে নৌকা প্রতীকে ওয়েশ্লিমং চৌধুরী পেয়েছেন ১৭৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী টেবিল ফ্যান প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান খাইসা অং মারমা পেয়েছেন ১৪৫১ ভোট।

এর আগে কোন প্রকার সহিংসতা ছাড়া বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে রবিবার সকাল ৮ টা হতে ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে কাপ্তাইয়ের ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে উজান ছড়ি কেন্দ্র, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিৎমরম হাই স্কুল এবং চিৎমরম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। বিশেষ করে মহিলা ভোটাদের উপস্থিতি লক্ষনীয়।

বেলা ১১ টায় চিৎমরম ইউনিয়ন পরিষদের কেন্দ্রে গিয়ে কথা হয়, ৮৮ বছর বয়সী অংবাই মারমা এবং ৮৫ বছর বয়সী মাসানু মারমা জানান, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে আমরা আনন্দিত। এই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মধুসূদন দে জানান, বেলা ১১ টা পর্যন্ত ৬৪% ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৫ শত ৬ জন।

বেলা ১২ টায় চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মহিলা ভোটারদের দীর্ঘ সারি। ভোট দিতে আসা ৭৮ বছর বয়সী ফাতেমা খাতুন, ৭০ বছর বয়সী জয়নাব খাতুন জানান, কোন প্রকার বাঁধা বিপত্তি ছাড়াই নিজের ভোট নিজে দিতে পেরে আমরা আনন্দিত।

নির্বাচন পর্যবেক্ষনে আসা রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, কোন প্রকার সহিংসতা ছাড়াই ভোট গ্রহন চলে।
চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইশতিয়াক জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শেষ হয়।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।