থানচিতে আগ্নিকান্ডে পুড়েছে ঘর

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের দুর্গম ক্যচু পাড়ায় অগ্নিকান্ডে সাউচিং মারমার মাঁচান ঘর পুরে ছাই হয়ে গেছে।

আজ শুক্রবার ১৪ মার্চ সকাল ৭ টায় রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ক্যচু পাড়া গ্রামের ওয়ার্ড মেম্বার মংসিংনু মারমা। ঘরের বিভিন্ন মালামাল ধান, চালসহ ৫ লক্ষাধিক ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা করেন তিনি।

NewsDetails_03

মেম্বার আর ও বলেন, গ্রামে ১২০ পরিবারের সবাই উপস্থিত থাকায় বেশী জনবলের কারনে অন্য ঘরবাড়ীতে ছড়িয়ে পড়ার আগেই বালি মেরে আগুন নিয়ন্ত্রনে আনতে স্বক্ষম হয়েছে।

বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকান্ডে ঘটনা ওয়ার্ড মেম্বার মংসিংনু মারমা মাধ্যমে জানতে পেরেছি। এ বিষয়ের আমি মুঠোফোনে উপজেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছি।

দুর্গম গ্রামে যোগাযোগের সড়ক না থাকায় ফায়ার ডিফেন্স যাওয়া সম্ভব নয় বলে জানান, উপজেলা ফায়ার স্টেশনের কর্মকর্তা রহিদুল রহমান মৃদা।

আরও পড়ুন